সরকারি সতীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন।
২য় পর্বে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত্, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো: মাশহুদ চৌধুরীর। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. শওকত আলী আহমদ ও সহকারী শিক্ষক ইলি রানী বৈঞব।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষকগণ।