সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুর দাবি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি।
মঙ্গলবার বিকাল ৫টায় রায়পাড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বাংলদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক দিপ্তি সরকার, কাকলি দাস, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি লিলু মিয়া, হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই, আইয়ুবুর রহমান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে বাড়ছে। তেল-লবন-চিনি, ডিম, আদা, পেঁয়াজ, গ্যাস, বিদ্যুতসহ সকল দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস। সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজি ও এদেশীয় দালাল পুঁজির বেপরোয়া মুনাফার স্বার্থে সরকার জাতীয় মজুরি কমিশন গঠন ও জাতীয় নিম্নতম মজুরি ঘোষণার কার্যকরী কোন উদ্যোগ নিচ্ছে না। নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে বিভিন্ন সেক্টরে ঘোষিত মজুরির ক্ষেত্রেও সরকার মালিকদের চাওয়া বাস্তবায়ন করে চলেছে। আবার মজুরি ঘোষিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা বাস্তবায়ন করে না মালিক পক্ষ। তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হোটেল সেক্টর। দেশ আজ শ্রমিকের শ্রম শোষণে কয়েদখানায় পরিণত হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি