সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য মদ, কয়লা, চিনি, সুপারি, চকলেট, মেহেদী, থ্রি পিস, জুতা এবং মটর সাইকেল জব্দ করেছে ২৮ বিজিবি টিম।
জানা যায়, বনগাঁও বিওপির টহল দল ১১ মার্চ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রংপুর থেকে ৫০ কেজি ভারতীয় চিনি, পেকপাড়া বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া থেকে ৫৪০ পিস ভারতীয় সুপারি, বাগানবাড়ী বিওপির টহল দল বোগলাবাজার ইউনিয়নের তালতলা থেকেত ২৭ কেজ ভারতীয় চিনি, চারাগাঁও বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা থেকে ৫০০ কেজি ভারতীয় কয়লা, বাগানবাড়ী বিওপির টহল দল জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে ১২০ প্যাকেট ভারতীয় চকলেট এবং ২,৬৪০ পিস মেহেদী, টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া থেকে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
এদিকে আশাউড়া বিওপির টহল দল রবিবার সীমান্ত পিলার সদর উপজেলাধীন ২ নম্বর রঙ্গারচর ইউনিয়নের পেচাকোনা থেকে ৪৮ বোতল ভারতীয় মদ, মাঠগাঁও বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর থেকে ২২ বোতল ভারতীয় মদ, লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ৫নম্বর বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ থেকে ১,৬০০ কেজি ভারতীয় কয়লা, লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ থেকে ১,৮০০ কেজি ভারতীয় কয়লা, বনগাঁও বিওপির টহল দল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর থেকে ৩৪ পিস ভারতীয় থ্রী পিস, ৫৪ জোড়া জুতা এবং ১টি মটর সাইকেল, বালিয়াঘাটা বিওপি টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা থেকে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
আটককৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৪ লক্ষ ৫৭ হাজার ২৯০ টাকা (মাদক মূল্য ছাড়া)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, চিনি, সুপারি, চকলেট, মেহেদী, থ্রি পিস, জুতা ও মটর সাইকেল সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।