স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়।
সভায় প্রধান অতিথির বক্তব্য শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন, আমরা শৃঙ্খলা বজায় রেখে সুন্দর ও সাত্ত্বিকভাবে পূজা করবো এটাই হোক আজকের অঙ্গিকার। আমরা লক্ষ করেছি পূজা মন্ডপে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করা হয়। কোন পূজা মন্ডপে যেনো ভক্তিমূলক সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত অথবা রবীন্দ্র সঙ্গীত ছাড়া অন্য কিছু পরিবেশন করা না হয়। আমরা তো এসব বিষয়ে সমৃদ্ধ, আমরা কেন বিজাতীয় সংস্কৃতির দিকে যাবো। একটা প্যান্ডেলে যদি ভক্তিমূলক সঙ্গীত অথবা রবীন্দ্র সঙ্গীত বাজানো হয় তাহলে প্যান্ডেলের পরিবেশ সুন্দর হয়ে যাবে। কারণ আমরা মায়ের কৃপা প্রার্থনা করছি। মায়ের কৃপা যদি প্রার্থনা করতে হয় তাহলে মাকে তো সাত্ত্বিকভাবে ডাকতে হবে। এছাড়াও পূজা উদযাপনে বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো পালন করতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রবীন আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন কুমার দাস, চন্দন রায়, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, ঝন্টু তালুকদার, আরতি তালুকদার কলি, বিপ্রেশ রায় বাপ্পি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. প্রণব কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রাধাকান্ত সূত্রধর, পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক সন্তোষ রায়, কবি সুখেন্দু সেন হারু, রবি দে, জন্টু সরকার, অরুণ দেব, রুপালী সোম, মনি রায়, জবা ঘোষ, কৃপেশ চন্দ, মিন্টু চৌধুরী, রাজগোবিন্দ চক্রবর্তী, পরিমল তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষন তালুকদার, সাধারণ সম্পাদক সুরজিৎ চৌধুরী টপ্পা, দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক অজিত দাশ, তাহিরপুর উপজেলার সভাপতি সুভাষ পুরকায়স্থ, জামালগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শম্ভু আচার্য্য, দিরাই উপজেলার সদস্য সচিব স্বাধীন কুমার চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, দোয়ারাবাজার উপজেলা সভাপতি সোনাধন দে, দিরাই উপজেলা সভাপতি ধনীর রায়, অরুণ তালুকদার, সত্যব্রত রায়, মানিক রায়, বিধান দাস, বলাই এস ও মহিতোষ চৌধুরী প্রমুখ।
- জামালগঞ্জে গুচ্ছগ্রাম বদলে দিয়েছে গৃহহীন মানুষের জীবনমান
- সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ছাতকে সদস্য প্রার্থী আব্দুস শহিদ মুহিত ও সায়েদ মিয়া