সাস্টিয়ান সুনামগঞ্জের শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সাস্টিয়ান সুনামগঞ্জ এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার হোসেন বখ্ত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হোসেন বখ্ত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সহায়তা বিতরণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
তিনি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেও সুনামগঞ্জের স্থানীয় সাস্টিয়ানরা মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করছে তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহমদ সৈনিক।
উপস্থিত ছিলেন হোসেন বখ্ত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া বেগম, সহকারী শিক্ষক দীপ্তি পাল, মারজানা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আফতারুল ইসলাম, সাস্টিয়ান অর্থনীতি ৫ম ব্যাচের মোহাম্মদ গোলাম আজাদ, সমাজবিজ্ঞান ৯ম ব্যাচের মারুফ আহমদ মান্না, সাস্টিয়ান সুনামগঞ্জের সভাপতি সাহেরীন আহমদ চৌধুরী মিশুক, সহ-সভাপতি মাহবুবুল আলম মাহি, সাধারণ সম্পাদক তারেফ রহমান জেম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার।