স্টাফ রিপোর্টার
জেলার ১০টি সীমান্ত এলাকায় অভিযানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মদ, কয়লা, পাথর, চিনি এবং ইঞ্জি, বারকী নৌকা জব্দ করেছে ২৮ বিজিবি টিম। জানা যায়, লাউরগড় বিওপির টহল দল ২৩ মার্চ তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ১২০ ঘনফুট ভারতীয় পাথর এবং ইঞ্জিনসহ ১১টি বারকী নৌকা জব্দ করে। মাছিমপুর বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারীতলা থেকে পৃথক অভিযানে ১৩০ কেজি ও ২১০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ইঞ্জিনসহ ২টি বারকী নৌকা জব্দ করে। চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাপনা থেকে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
লাউরগড় বিওপি টহল দল ২৩ মার্চ তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের দশঘর থেকে ১১৯ বোতল ভারতীয় মদ, ডুলুরা বিওপি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের শহিদ মিনার থেকে ২৪ বোতল ভারতীয় মদ, টেকেরঘাট বিওপি টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন থেকে ১২ বোতল ভারতীয় মদ, জব্দ করে।
বিরেন্দ্রনগর বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের রঙ্গাছড়া থেকে ২৯ বোতল ভারতীয় মদ, বালিয়াঘাটা বিওপির টহল দল উত্তর শ্রীপুর ইউনিয়নের পশ্চিম লাকমা থেকে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
জব্দকৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৫ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা।
২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, পাথর, চিনি ও ইঞ্জিসহ বারকী নৌকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- মধ্যনগরে কবিতা আবৃত্তি ও সভা
- পোলট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা লুট!