সুনামগঞ্জের হাওরে নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ও মোহনগঞ্জ থেকে দেশে তৃতীয় একটি আইড় মাছের সন্ধান পেয়েছেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ-উল-আলম। দেশে নতুন সন্ধান পাওয়া এই আইড়ের বৈজ্ঞানিক নাম Sperata aorella (Blyth, 1858)। এই আইড়টি স্থানীয়ভাবে ভুইত্যা কাটা নামে পরিচিত। সুনামগঞ্জের হাওরসমূহে এই আইড় মাছের ভালো জনসংখ্যা রয়েছে। সুনামগঞ্জ জেলা সদর মৎস্য আড়ত ও মাছ বাজার এবং মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সম্প্রতি ড. আরশাদ এই মাছের নমুনা সংগ্রহ করেন। এটি একটি ছোট জাতের আইড়, ওজন কমবেশি এক কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে।
ড. মোহাম্মদ আরশাদ-উল-আলম জানান, বাংলাদেশে এই পর্যন্ত দুটি আইড় মাছের প্রজাতি জানা ছিল। গুজি আইড় ও তল্লা আইড় নামে পরিচিত এই ক্যাটফিস প্রজাতি দুটির বৈজ্ঞানিক নাম যথাক্রমে Sperata aor  (Hamilton 1822), ও Sperata seenghala (Skyes, 1839)। এই দুটি আইড়ের পপুলেশেন মোটামুটিভাবে সমগ্র বাংলাদেশে বিস্তৃত থাকলেও ঝঢ়বৎধঃধ ধড়ৎ এর পপুলেশন কম। IUCN Red List of Bangladesh অনুসারে এই দুই প্রজাতি ভালনারেবল ক্যাটাগরিতে থ্রেটেন্ড প্রজাতির অন্তর্ভূক্ত। Sperata aor  এর তুলনায় Sperata seenghala বেশ বড় হয়। কাপ্তাই হ্রদসহ চট্টগ্রামের নদীসমূহে এই দুই প্রজাতির আবাস থাকলেও IUCN Red List of Bangladesh 2015 এ তা উল্লেখ নাই। সিলেট অঞ্চলে এই দুটি আইড় যথাক্রমে বোচা কাটা ও লম্বা কাটা নামে পরিচিত। বর্তমানে সিলেট বিভাগের হাওড়সমূহে তৃতীয় আইড়ের উপস্থিতি জানা গেল।
তুন্ড, এডিপোজ ফিন (২য় পৃষ্ঠ পাখনা), অক্সিপিটাল প্রসেস, এপিনিউরাল শিল্ড ইত্যাদির গঠন এবং দেহের তুলনামূলক দৈর্ঘ্য ও উচ্চতা এই তিন আইড় প্রজাতির পার্থক্য নির্দেশ করে। নতুন আইড় Sperata aorella এর দেহ খাটো ও মোটা, তুন্ড বা চোখের সম্মুখ অংশ অপেক্ষাকৃত লম্বা, অক্সিপিটাল স্পাইন দীর্ঘ, এপিনিউরাল শিল্ড সরু, এডিপোজ ফিন খাটো।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের মৎস্য গবেষক সুজন দত্ত জানালেন, আইড় মাছের এই প্রজাতির রেকর্ড আগে ছিল না। ডিএনএ বারকোডিং এর মাধ্যমে নতুন আইড় প্রজাতি Sperata aorella এর প্রজাতি সনাক্তকরণের কাজ শেষ প্রায়। কিছু কাজ এখনো চলমান আছে।