স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের মূল চার নীতির পূর্ণ বাস্তবায়ন এবং সকল অপশক্তি প্রতিরোধের লক্ষ্যে ‘চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ শ্লোগানে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এই সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডিশনাল পিপি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সহ সভাপতি প্রদীপ পাল নিতাই, সৌখিন নাট্য সংস্থার সভাপতি শাহ আবু নাসের, সম্মিলিত সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, কলকাতার শিল্পী রফিকুল ইসলাম, সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি মঞ্জু তালুকদার, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি সামিনা চৌধুরী মনি, লোকদল শিল্পীগোষ্টী সভাপতি বিধান চন্দ্র বনিক।
- সিলেটের বিপক্ষে রংপুরের সহজ জয়
- পাগনার হাওরের খাল খনন কাজ/ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়