স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী বিএনপি জামায়াতের নাশকতামূলক কর্মকা-ের অপচেষ্টা, অশুভ অপতৎপরতা, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং সাংগঠনিক কর্মকা- ও সংগঠনকে তৃণমূল থেকে সু-সংগঠিত করার লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঁইয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখে,ন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পরিষদের সদস্য অ্যাড. এ কে এম শরীফ উদ্দিন, আরিফুল ইসলাম সানি প্রমুখ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- সুনামগঞ্জে খেলাঘরের সম্মেলন সভাপতি বিজন/ সম্পাদক রাজু
- জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে ৪ লাখ ৪ হাজার ৪০ শিশু