সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২২ অর্থবছরের ৩০তম সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মো. আলকাছ উদ্দিন খন্দকার, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আমিনুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, চেম্বারের সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ, পরিচালক অমল কান্তি কর, কয়লা ব্যবসায়ী ফরিদ গাজী, বাবুল সিদ্দিকী, পরিচালক ও বালিজুরি ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান মো. ইউনুছ আলী, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, ছাতকের ব্যবসায়ী মো. আব্দুল কাদির ও ছাত্রলীগের সহ সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।
সভা সঞ্চালনা করেন চেম্বারের আইটি অফিসার মম আক্তার।