সুনামগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন ১১ ফেব্রুয়ারি/ সফল করতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার রাত ৮টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের হাজীপাড়ার বাসভবনে সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মতিউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, যুগ্ম সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবাবরক হোসেন, প্রচার সম্পাদক গোলাম সাবেরীন সাবু, দলীয় নেতা প্রদীপ পাল নিতাই, জাকির হোসেন শাহীন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের সকল আয়োজন সম্পন্ন করেছেন তারা। ওই দিন সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যান্য দায়িত্বশীল নেতারাও আসবেন।