সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভা

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানে বাপবিবো’র চেয়ারম্যানের প্রতিবেদন পাঠ করেন উপ—পরিচালক পবিস মনিটরিং এবং ব্যঃ পঃ (পূর্বাঞ্চল) পরিদপ্তর বাপবিবো আনিছুর রহমান। সভাপতির প্রতিবেদন পাঠ করেন আবুল হোসেন। কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন রওশন আরা হেপী। জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন সুনামগঞ্জ পবিসের জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন সমিতি বোর্ডের সভাপতি ও পরিচালকবৃন্দ, বাপবিবো’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পবিসের সকল কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, গ্রাহক সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ এবং সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিগত এক বছরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী আবাসিক, বাণিজ্যিক, দাতব্য ও শিল্প শ্রেণির ১০৬ জন এবং লটারির মাধ্যমে নির্বাচিত ১৩ জন সহ মোট ১১৯ জন গ্রাহকের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এরপর সুনামগঞ্জ পবিসের ২০২২—২০২৩ অর্থ বছরের এলাকা পরিচালক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ পবিসের সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা), অঃ দাঃ জনাব মো. ইব্রাহিম তালুকদার।
বার্ষিক সাধারণ সভা শেষে ২০২২—২০২৩ অর্থ বছরের জন্য সমিতির পরিচালনা বোর্ডের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী কমিটিতে সভাপতি পদে সাকেরা বেগম, সহ—সভাপতি পদে সুয়েবুর রহমান, সচিব পদে ইন্দ্র কুমার বৈষ্ণব এবং কোষাধ্যক্ষ পদে তাজুল ইসলাম শিকদার নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটি পরিচালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড এর উপ—পরিচালক মো. আনিছুর রহমান।
প্রেসবিজ্ঞপ্তি