স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০—২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হয়। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ কেন্দ্রে প্রথমবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
২০২০—২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ৫০জন ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে ২০২১ সালের মে মাসে শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ যাত্রা শুরু করে।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইরে (সুনামগঞ্জ—সিলেট সড়কের দিরাই—শাল্লা—জামালগঞ্জ সড়ক মোড়ে) ৩৫ একর জমির ওপর চলছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জের ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম। মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১০৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ ব্যয় ছিল ২৫ কোটি ২৮ লাখ টাকা। ৫০০ শয্যার হাসপাতাল ভবন, মেডিকেল কলেজ ভবন, অডিটোরিয়াম, ছাত্রাবাস, ডক্টরস ডরমিটরি, ডক্টরস আবাসিক ভবন ইত্যাদি পূর্ত খাতে এবং বৈদ্যুতিক কাজে ব্যয় ৮৩৯ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে রাজধানীর ডেল্টা কনসোর্টিয়াম ও বঙ্গবিল্ডার্স ৯ তলা একাডেমিক ভবনের কাজ করছে। এ ছাড়া এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে নার্সিং কলেজ একাডেমিক ভবনসহ পুরুষ ও নারীদের আলাদা আটতলা ছাত্রাবাস ভবন নির্মাণকাজ চলছে।
- জগন্নাথপুরে শিক্ষার্থীদের মধ্যে পাগড়ী বিতরণ
- এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ শুরু বৃহস্পতিবার