স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ আনুষ্ঠানিকভাবে প্লান্টের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমেদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম।
প্লান্টের উদ্বোধন করে এমপি পীর মিসবাহ্ বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো সদর হাসপাতালে অক্সিজেন প্লান্টের মাধ্যমে হাইফ্লো অক্সিজেন সরবরাহের সুযোগ করে দেওয়া। পাশাপাশি আমাদের আইসিইউ বেডের দাবি ছিল। হাসপাতালে অক্সিজেন প্লান্টের উদ্বোধন হলো। জনবল সংকট দূর করে শীঘ্রই নিবির পরিচর্যা কেন্দ্র’ও চালু হবে এবং এর মাধ্যমে এখানকার রোগীদের কাঙ্খিত সেবা নিশ্চিত হবে।
- মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ
- আক্তাপাড়া ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ