স্টাফ রিপোর্টার
জেলার শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জরাজীর্ণ সদরপুর সেতুর দুই পাশের এ্যাপ্রোচ ধসে হুমকির মুখে পড়েছে যান চলাচল। যানবাহন চলাচলের সময় কাঁপতে থাকে সেতু। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত সংস্কার না করা হলে যে কোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, এর আগেও বেশ কয়েকবার সদরপুর সেতুর এ্যাপ্রোচ মেরামত ও সংস্কার কাজ করা হয়েছে। সর্বশেষ গেল বন্যায় সেতুর পিলার হেলে পড়ে। বন্যার পানির তোড়ে সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরবর্তীতে সড়ক বিভাগ চলাচলের সুবিধার্থে সেতুর পাশে অস্থায়ী স্টিল ব্রীজ নির্মাণ করে দেয়। মূল সেতু সংস্কারের পর সেটি সরিয়ে দেয়া হয়। বর্তমানে আবারও এপ্রোচ ধসে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতু। ছোট যানবাহন থেকে শুরু করে সেতুতে বড় বড় বাস, ট্রাক, লরি, চলাচল করে। এছাড়াও সদরপুর ও কামদলং সহ আশপাশের গ্রামের মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। এলাকাবাসীর আশঙ্কা সেতু ভেঙে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেতুটি ভেঙে নতুন করে নির্মাণের দাবি তাদের।
সদরপুর গ্রামের মৎস্যজীবী রাজচন্দ্র বিশ্বাস জানান, সেতুতে ফাটল ধরে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা দরকার।
শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁওয়ের গাড়ি চালক আবু বকর বলেন, আমরা গরীব অসহায় মানুষ, গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করি। সেতুতে সমস্যা হলে সৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এই সেতু ঝুঁকিপূর্ণ। খুব তাড়াতাড়ি সেতুটি ঠিক করার জন্য সরকারের নিকট দাবি জানাই।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন জানান, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলি মহাসড়কের উপর সদরপুর সেতু। সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি সেতুটি নির্মাণ করার জন্য সড়ক বিভাগকে নির্দেশনা দিয়েছেন। অচিরেই কাজ শুরু হবে বলে আশা করছি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক বলেন, সদরপুর সেতু শীঘ্রই সংস্কার করা হবে। এছাড়াও সদরপুর ব্রীজটির পাশে আরও একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।
- পিআইসির অসম্পূর্ণ তালিকায় তথ্য আড়াল
- মুক্তিপণের টাকা না দেয়ায় লিবিয়ায় জগন্নাথপুরের যুবকের মৃত্যু