সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকায় সুরমা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হারু অর রশিদকে জেলা প্রশাসক কার্যালয়ে এ শপথ বাক্য পাট করান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসম উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন,ইউপি সদস্য জামাল উদ্দিন, আহছান উদ্দিন, মনির উদ্দিন, দুখ্খু মিয়া, আব্দুর রউফ, জাহান আলী, ইউনিয়ন পরিষদের সচিব মো.সামছুল আলম প্রমুখ। উল্লেখ যে গত ২৯ ডিসেম্বর সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল প্রতিকে হারুন অর রশিদ ৩ হাজার ৯ শত ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদন্ধী আওয়ামীলীগের বিদ্রুহী প্রার্থী খন্দকার মো. মামুনুর রশীদ আনারস প্রতিকে পান ২ হাজার ৭ শত ৬৭ ভোট, নৌকা প্রতিকে মো.তাজুল ইসলামী ৭০৫ ভোট।