সৃজন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সৃজন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়।
সৃজন বিদ্যাপীঠের প্রিন্সিপাল জাকিয়া নাসরীন ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বক্তব্য রাখেন সৃজন বিদ্যাপীঠের সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, আবৃত্তির শিক্ষক রুনা শাহীন আরা লেইস, সৃজন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক দেওয়ান গিয়াস চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের ভাইস প্রিন্সিপাল কানিজ সুলতানা, সিনিয়র শিক্ষক মোত্তাকীন রহমান চৌধুরী, রীনা ঘোষ, ফারজানা সুলতানা, তানজিন তামিম হাসান, উমা ভট্টাচার্য, ছায়ারাণী চন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাদের বখত বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমও চালাতে হবে। গান, আবৃত্তি, ছবি আঁকাসহ প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যেতে হবে। খেলাধুলা করলে শরীল মন ভালো থাকে। তবে এক্ষেত্রে শিক্ষক থেকে মা বাবার দায়িত্ব বেশি। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সময়মত মাঠে নিয়ে যেতে হবে। তাহলে আমরা শিক্ষিত মানুষের পাশাপাশি সুস্থ জাতি পাবো।