সোনাই নদীর ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন/ ছাতক ও কোম্পানীগঞ্জে নতুন বন্ধন রচিত হলো এমপি মানিক

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প তৈরী করেছেন। বর্তনামে সেই লক্ষ নিয়েই দেশের সকল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধিরা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নতুন—নতুন কৌশল অবলম্বম করছে। দেশী—বিদেশী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনা দেশেকে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের মুখে হাসি ফোটাতে চান। ছাতকের ইসলামপু ইউনিয়নের সোনাই নদীর উপর ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধিন ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে শনিবার রাতে ছনবাড়ী বাজারে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কতৃর্ক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদ আহমদ ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘু মনি সিংহের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি মানিক আরও বলেন, নির্মাণাধিন এ ব্রীজের মাধ্যমে ছাতক ও কোম্পানীগঞ্জ বাসীর মধ্যে এক নতুন বন্ধন রচিত হলো। ইসলামপুর ইউনিয়নে ইকোনোমিক জোন সহ অনেক বড়—বড় মেঘা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে ইতিমধ্যেই শুরু করা হয়েছে প্রাথমিক কার্যক্রম। তিনি বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে ইসলামপুর ইউনিয়ন সহ দেশেবসীর প্রতি আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান দেওয়ান আশরাফি বাবু চৌধুরী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৗশলী মাহবুব আলম, সিলেট জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, মতছির আলী, আব্দুস ছালাম, কামরুজ্জামান, মিলন সিংহ প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।