ইউনাইটেড স্টেটস অব আমেরিকার ইউনিভার্সিটি অব আরাকানসাস এ ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে দুই বছরের মাস্টার্স করার সুযোগ পেয়েছেন সুস্মিতা রায়। একই সাথে তিনি ঐ বিশ্ববিদ্যালয়ে টিচিং এসিস্ট্যান্ট হিসেবে দুই বছরে ৩০০০০ ডলার সম্মানীও পাবেন। তাছাড়া সুস্মিতা স্টেটসের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ভার্জিনিয়াতে পিএইচডি কোর্সের জন্য অপেক্ষমান তালিকায় আট নম্বরে আছেন।
সুস্মিতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি বর্তমানে ঢাকায় হামদাদ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক। তাঁর স্বামী একজন আর্কিটেক্ট ও পিতা সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব নতুন পাড়ার বাসিন্দা হরিপদ রায় অবসরপ্রাপ্ত উপজেলা ফুড কন্ট্রোলার।
প্রেসবিজ্ঞপ্তি
- মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দিরাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা পেল ৩৫শ’ হতদরিদ্র