স্টাফ রিপোর্টার
‘বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ স্লোগানকে সামনে রেখে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহরের শহিদ আবুল হোসেন মিলনায়তনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই সরকারের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। এজন্য সরকার দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা দেশ ও দেশের মানুষের ভাগ্যে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম.আব্দুল্লাহ বিন রশিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নূরুন নবী মজুমদার।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী মেলার ১৯টি স্টল পরিদর্শন করেন।
- হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিতে কাজ করছে সরকার
- দিরাইয়ের সংঘর্ষ/গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক