স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ‘নারী পুরুষ ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ চলো গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর শহরের মুক্তার পাড়া দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মুক্তারপাড়া দলীয় কার্যালয়ে এসে সভায় মিলিত হয়।
এরপর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রওশন সিদ্দিকা কেয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাহমুদ আক্তার, প্রচার বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের সকল আন্দোলন সংগ্রামে নারীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ গড়তে নারী পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। দেশের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীদের জীবনমান উন্নয়নে দেশের নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন।