হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিতে কাজ করছে সরকার

স্টাফ রিপোর্টার
জেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩’এর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, জেলা রেজিস্টার মফিজুল ইসলাম, জিপি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, সহকারী কমিশনার (ভূমি) মো. এমদাদুল হক প্রমুখ।
সভায় স্মার্ট ভূমি সেবা নিশ্চিতের জন্য সকলের সহায়তা চেয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, না জানার কারণেই ভূমি অফিসে যাচ্ছেন সেবা গ্রহিতারা, কোন কোন ক্ষেত্রে তৃতীয়পক্ষের কাছে গিয়েও অতিরিক্ত টাকা গুনছেন তারা। অথচ. ঘরে বসেই খতিয়ান, পর্চা, জমির ম্যাপ পাওয়া সম্ভব। এজন্য ১৬১২২ নম্বরে বা land.gov.bd তে ভিজিট করলেই হয়। ভূমি সংক্রান্ত সকল সেবা পেতে এই নম্বরে এবং ওয়েভপেজে ভিজিট করে ঘরে সেবা পেতে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক বললেন, হয়রানি মুক্ত স্মার্ট ভূমি সেবা নিশ্চিতের জন্যই সরকার কাজ করছে।
সাব—রেজিস্ট্রি অফিসে হয়রানির অভিযোগ
ভূমি সেবা সপ্তাহের মতবিনিময় সভায় উপস্থিত একজন সেবা গ্রহিতা মাওলানা মঈন উদ্দিন জানালেন, নকল তোলার জন্য অতিরিক্ত দুই হাজার টাকা দিয়েও সময়মত নকল পাচ্ছেন না।
জেলা রেজিস্টার মফিজুল ইসলাম অভিযোগের জবাবে বললেন, ভুয়া কাগজ, ভুয়া ব্যক্তি, অতিরিক্ত লেনদেনও হয় রেজিস্ট্রি অফিসে। ই—নামজারী এজন্যই জরুরি। ই—নামজারী হলে এমন সুযোগ থাকবে না। সভায় রেজিস্ট্রি অফিসগুলোর সামনে সর্বসাধারণ দেখতে পারেন এমন স্থানে মৌজা অনুযায়ী জমির মূল্য লিখে রাখাসহ প্রয়োজনীয় তথ্য প্রদর্শনের দাবিও জানানো হয়।