স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ‘এক পলকে শেখ হাসিনা’ বইটি শিশুদের জন্য উপহার দিয়েছেন আরাবী বিনতে শফিক (শিফা)।
বুধবার সকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি ৫০ টি বই শিশুদের উপহার হিসেবে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
আরাবী বিনতে শফিক (শিফা) বলেন, আমার লেখা প্রথম বই ঝযবরশয ঐধংরহধ ধঃ ধ মষধহপব পৌঁছে দিয়েছি। মূলত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে আমার জানা তথ্যগুলো আগামী প্রজন্ম কে জানাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বইটি পৌছে দিচ্ছি।
- অভিযোগকারীর উলটো সাজা ও নেপোয় মারে দই
- আমনে প্রতি কেয়ারে খরচ বেড়েছে হাজার টাকা