হামদ-নাত মাহফিল ও গুণীজন সম্মামনা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় সীরাত কনফারেন্স হামদ—নাত ও গুণীজন সম্মামনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় জামালগঞ্জ ফেরীঘাট সংলগ্ন মাঠে হাম্মাদ গাজীনগরী ফাউন্ডেশনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন শায়েখ মাওলানা ছিদ্দিক আহমদ। মীম সুফিয়ান ও মাসরুফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা তফাজ্জল হক আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি রেজাউল করীম আবরার, ফেনারবাঁক ইউপি সাবেক চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাচনা বাজার মাদ্রাসার নাজিমে তা’য়ালীমাত মাওলানা এখলাছুর রহমান, সাচনা বাজার মাদ্রাসার মুহতামীম মাওলানা আজিজুর রহমান, উম্মে কুলসুম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবীবুর রহমান, আমবাড়ী মাদ্রাসার শায়খূল হাদীস মাওলানা সাজিদুর রহমান সাজিদ, দেওয়েল গ্রাম মাদ্রাসার নাজিমে তা’লীমাত মাও. কামরুল হক, মাহমুদপুর মাদ্রাসার মুহতামীম মাও. মনিরুজ্জামান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাম্মাদ গাজীনগরী ফাউন্ডেশনের সভাপতি মাও. আলতাফুর রহমান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. শফর আলী, সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, রফিকুল ইসলাম ভুইয়া, মদরিছ আলী, কবিন্দ্র কুমার সরকার, ফেনারবাঁক ইউপি সচিব, অজিত কুমার রায়কে সম্মামনা ক্রেস্ট প্রধান করা হয়।
পরে হাম্মাদ গাজীনগরী ফাউন্ডেশন জামালগঞ্জ প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মাও. হাম্মাদ গাজীনগরীর সুস্থতা ও নেক হায়াত দানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।