১০ পদে লড়ছেন ১৫ প্রার্থী

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১২ ডিসেম্বর। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভাটগ্রহণ হবে। ভোটাধিকার প্রয়োগ করবেন ৬২৫ জন ভোটার।
জেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী এই গণপাঠাগাওে গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে নির্বাচিত হবার কথা ১৩ সদস্যের কার্যকরি কমিটি। পদাধিকার অনুযায়ী সভাপতি হবেন জেলা প্রশাসক। সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, সাধারণ সদস্য পদে ৭ জন নির্বাচিত হবেন।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রচারণার মাধ্যম হিসেবে তারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রার্থী বা তাঁদের সমর্থকরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে ভোট চাইছেন। অনেকেই ভোটারদের সাথে ফোনে এবং ভার্চুয়ালি যোগাযোগ করছেন, আবার কেউ কেউ সশরীরে ভোটারদের কাছে যাচ্ছেন।
সহসভাপতি পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদের বিপরীতে ১ জন মনোনয়নপত্র দাখিল করায় এবং তাদের মনোনয়ন বৈধ বিবেচিত হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এঁরা হলেন সহসভাপতি পদে সুখেন্দু সেন এবং সৈয়দ মহিবুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক শাহ আবু নাসের। বাকি ১০ পদের জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৫ জন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ এবং বর্তমান সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রতিদ্বন্দ্বীতা করছেন । সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন অ্যাড. মো. আব্দুর রায়হান জুয়েল, মোহাম্মদ শওকত আলী, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন এবং অ্যাড. জয়শ্রী দেব।
সাধরণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দেওয়ান গিয়াস চৌধুরী, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. সবিতা চক্রবর্তী, কাওসার আহমদ, মোহাম্মদ আবুল হোসেন, অ্যাড. আনোয়ার হোসেন, মো. ওসমান গণী ও মো. সুহেল আলম।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন।