স্টাফ রিপোর্টার|| সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি টিম সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মল্লিকপুর (ব্যাটালিয়ন সদরের ১ নম্বর গেইটের সামনে) থেকে একটি পিক-আপ সহ ১ কোটি ২০ লক্ষ ১২ হাজার ৯৮০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। বৃহস্পতিবার সকাল দশটায় এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে- বিভিন্ন ডিজাইনের শাড়ি ১৯০৬ পিস, ডাবর কোকোনাট হেয়ার ওয়েল ২১০ পিস, ডাবর রেড টুথপেস্ট ২০৪ পিস।
এদিকে সীমান্তের টহল দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৮ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত এসব পণ্যের মোট মূল্য ১ কোটি ২৮ লক্ষ, ৬৮ হাজার ৮০ টাকা।
২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, জব্দকৃত এসব পণ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- মধ্যনগরে অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ভস্মীভূত
- শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা, কমিটির মাসিক সভা