স্টাফ রিপোর্টার, তাহিরপুর
নিজাম উদ্দিন ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টে শাহিদাবাদ একাদশ ১ গোলে গামারিতলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। শুক্রবার বিকেলে বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ মাঠে বিকাল ৩টায় খেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর,সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাদঘাট ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন,সাধারন সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং অতিথিরা।
- তিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন- ড. সাদিক
- বেলটা,সিলেট চ্যাপ্টার’র কার্যনির্বাহী কমিটির সভা