৪ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক ২

স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন উপজেলার সীমান্তে অভিযানে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মদ, কয়লা, চিনি, সীমসহ মোবাইল ফোন এবং মটর সাইকেলসহ ২ জন কে আটক করেছে ২৮ বিজিবি টিম।
জানা যায়, টেকেরঘাট বিওপির টহল দল ৩ ফেব্রæয়ারি শুক্রবার রাতে তাহিরপুর উপজেলাধীন ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া থেকে ৯০ কেজি ভারতীয় কয়লা এবং ১টি মটর সাইকেল জব্দ করে।
বিরেন্দ্রনগর বিওপির টহল দল ৪ ফেব্রæয়ারি শনিবার ভোরে তাহিরপুর উপজেলাধীন ১নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করে। লাউরগড় বিওপির টহল দল বাধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া নামক স্থান থেকে ৪৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে। চারাগাঁও বিওপি টহল দল ১নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী থেকে ৯০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। লাউরগড় বিওপির টহল দল বাধাঘাট ইউনিয়নের ঢালারগাঁও থেকে ৯৪ বোতল ভারতীয় মদ, ২টি মোবাইল, ৩টি সীমসহ ২ জন আসামীকে আটক করে। টেকেরঘাট বিওপির টহল দল ১নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া থেকে ১,৮০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে। ডুলুরা বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা থেকে ১২৫ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
আটককৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৩ লক্ষ ৯৩ হাজার ১০০ টাকা।
এদিকে আটককৃত আসামীরা হলেন ধর্মপাশা উপজেলার সুখাইড় গ্রামের নজির ইসলামের পুত্র মো. জসিম উদ্দিন (২৫), জামালগঞ্জ উপজেলার ইনসানপুর গ্রামের মো. নুরুল হকের পুত্র মো. জিয়াউর রহমান (৩৫)। পলাতক আসামীরা হলেন তাহিরপুর উপজেলার লাউড়গড় গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মো. সাজারুল ইসলাম (৩০), একই উপজেলার সাহিদাবাদ গ্রামের মো. আবুল খায়ের এর পুত্র মো. জাকির হোসেন (৩২) এবং মোকছেদপুর গ্রামের আবুল কাশেমের পুত্র আক্তার হোসেন (২৫)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান পিবি জিএম জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কয়লা, চিনি এবং মটর সাইকেল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আসামীসহ জব্দকৃত ভারতীয় মদ, সীমসহ মোবাইল ফোন এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় মামলা দায়ের ও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।