৪ সহোদরকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ১

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজারে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে ৪টি নিরীহ পরিবারের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৪ নম্বর আসামী অসিত রঞ্জন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শান্তিগঞ্জ থানার এসআই অনুপদ দেবনাথের নেতৃত্বে পুলিশ সদস্যরা টাইলা গ্রামের পাশে ঠাকুরভোগ হাওর থেকে তাকে গ্রেপ্তার করেন। গোপন সংবাদের ভিত্তিতে গরুর ঘাস কাটার সময় সিভিল পোশাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী অসিত রঞ্জন দাস টাইলা গ্রামের মৃত জ্ঞান রঞ্জন দাসের ছেলে।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সুধারঞ্জন দাসের ছেলের সাথে একটি কুকুরের ছানা নিয়ে একই গ্রামের ঝুনু দাস ও সুষেন দাসের ছেলেদের মারামারি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার রাত আনুমানিক ৯টায় ঝুনু দাস, বিকেশ দাস, সুষেন দাস ও অসিত দাসের নেতৃত্বে আসামীরা তাদের গ্রুপের ১৮/২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধাড়াঁলো অস্ত্র নিয়ে সুধারঞ্জন দাস ও তার তিন সহোদরের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা আহত অটো মিল ব্যবসায়ী সুধারঞ্জন দাসের পকেটে থাকা নগদ ৫০ হাজার ও ছানা দুধের ব্যবসায়ী পরিমল চন্দ্র দাসের পকেটে থাকা ৬০ হাজার টাকা সহ মোট একলাখ ১০ হাজার টাকাসহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। গত ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে গুরুতর আহত পরিমল চন্দ্র দাস বাদি হয়ে টাইলা গ্রামের ঝুনু দাসকে প্রধান আসামী করে এবং ১৭ জনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো কয়েকজনকে আসামী করে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম দেবনাথ অসিত রঞ্জন দাস নামে এক আসামীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ খালেদ চৌধুরী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।