স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে করোনাকালীন বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়া সেবা কল্যাণ ফাউন্ডেশন থেকে জেলার ৭৫জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবী প্রতিজনকে ৫ হাজার টাকা হারে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তাগণ।
- দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ
- স্ত্রী হত্যার দায়ে স্বামীর কারাদণ্ড