মধ্যনগর সংবাদদাতা
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অমিত হাসান,জেলা ছাত্রলীগের সহসভাপতি নিউটন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি র্যালি বংশীকুন্ডা বাজার প্রদক্ষিণ করে।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্প্রিং-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
- এ বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ের প্রথম সপ্তাহে