স্টাফ রিপোর্টার
গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সরকারের সেবা ও উন্নয়নমূলক কাজ জনসাধারণের কাছে প্রচারের জন্য ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। জেলার ৮৮ টি ইউনিয়নে সরকারের সেবা ও উন্নয়নমূলক কাজ প্রচারের জন্য ৮৮ টি তথ্যচিত্র নিমার্ণ করা হয়েছে।
সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের তথ্যচিত্রটি প্রদর্শন করা হয় উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। এসময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী তথ্যচিত্রটি দেখার সুযোগ পায়। জয়কলস ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ সম্পর্কে জানতে পারেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মাদ জাকির হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি, উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ চন্দ্র সরকার, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সচিব আলী হোসেন প্রমুখ।
এছাড়াও সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন নিয়ে করা তথ্যচিত্রটি উপজেলা মালটিপারপাস সেন্টারে প্রদর্শন করা হয়েছে।
উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জেমি আক্তার বলেন, তথ্যচিত্রটি দেখে আমাদের ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সম্পর্কে জানতে পেরেছি। সুবিধাবঞ্চিত অসহায়দের ভাতা প্রদান, টিউবওয়েল প্রদানসহ নানা উন্নয়ন কর্মকান্ড জেনেছি আমরা।
একই শ্রেণির শিক্ষার্থী মারিয়া জাহান রুজি বললেন, আমাদের ইউনিয়নে কতগুলো সড়ক নির্মাণ করা হয়েছে, কারা মাতৃত্ব ভাতা পাচ্ছেন, এসব তথ্য জানতে পেরেছি ভিডিও দেখে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ¯িœগ্ধ চক্রবর্ত্তী বলেন, ভূমিহীন মানুষদের মাঝে সরকার ভূমি ও ঘর নির্মাণ করে দিয়েছে। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের স্থানীয় সরকারের মাধ্যমে সহযোগিতা করা হয়েছে। এসব তথ্য জানতে পেরেছি।
স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, শুধু জয়কলস ইউনিয়নের নয়, পুরো জেলার ৮৮ টি ইউনিয়নে সরকারের সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমরা তথ্যচিত্র নির্মাণ করেছি। ৮৮ টি ইউনিয়নের জন্য আলাদা আলাদা ৮৮ টি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। এগুলোর মাধ্যমে সরকারের উন্নয়নমূলক সেবামুখী কাজ সম্পর্কে সাধারণ মানুষ সহজেই জানতে পারবে এবং তাদের মধ্যে সচেতনতা ও অধিকারবোধ সৃষ্টি হবে। সরকারের এসব উন্নত অনুশীলন প্রচারিত হলে জনগণের মধ্যে দেশ ও সরকার সম্পর্কে আস্থার সৃষ্টি হবে। এগুলো ইতিমধ্যে জেলা প্রশাসনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের স্কুল কলেজ ও জনসাধারণের মাঝে প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, প্রাক্তন জেলা প্রশাসক (বর্তমানে বরিশালের জেলা প্রশাসক) মো. জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের পরিকল্পনায় এই তথ্যচিত্রগুলো নিমার্ণ করা হয়েছে।
- ধর্ষণ ও অপহরণ/ পৃথক মামলায় ৪ জনের কারাদণ্ড
- মহান ভাষা আন্দোলনের চেতনা মৃত্যুঞ্জয়ী